সিটি মেয়র কোন কাজ করেন নাই,২০নং ওয়ার্ড(ভিডিওসহ)

সিটি মেয়র কোন কাজ করেন নাই,২০নং ওয়ার্ড(ভিডিওসহ)

সিটি মেয়র কোন কাজ করেন নাই,২০নং ওয়ার্ড(ভিডিওসহ)।। সফলতা নয়। জনপ্রতিনিধির দায়িত্ব নেওয়ার চার বছরে অর্জন শূর্ণ্য। মেয়র বরাবর আবেদন করেও এলাকাবাসীর জন্য কিছুই করতে পারেননি ২০ নং ওয়ার্ড কাউন্সিলর।

তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে মাত্র ৬জন শ্রমিক নিয়ে ২০ নং ওয়ার্ড বাসীর জন্য নগর সুবিধার কার্যক্রম যাত্রা শুরু হয়েছে।

২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল রহমান বিল্পব সময়ের বার্তাকে বলেন, গত ৪ বছরে এলাকায় কোন কাজ করা সম্বাব হয়নি।

২০ বছরের ব্যবধানে এই ওয়ার্ড থেকে বরিশাল সিটি করর্পোরেশনের আয় বেড়েছে প্রায় ১০গুন। ১০ গুন আয় বাড়লেও বাড়েনি ওয়ার্ডবাসীর সেবার মান।

সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকাল থেকে ৬জন শ্রমিক দিয়ে এ ওয়ার্ডে সেবা দিয়ে আসছেন নগর কর্তৃপক্ষ।
অথচ বর্তমানে আয় বেড়েছে, প্রায় ১০ গুনেরও বেশী।

স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে না পারাতে নিজেই দুংখ প্রকাশ করেছেন কাউন্সিলর।

বরিশাল বিভাগের সব চেয়ে বড় মুসলিম গোরস্থান নগরীর ২০ নং ওয়ার্ড এ অবস্থিত।

অব্যবস্থাপোনা ড্রেনেজ নির্মান এর কারণে সামন্য বৃষ্টি হলেই কবরস্থান,রাস্তা পানির নিচে তলিয়ে থাকে।
ওয়ার্ডের প্রায় প্রতিটি রাস্তা খানা-খন্ডে অচল হয়ে আছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ১০ বছরে উক্ত এলাকায় উন্নয়ন মূলক কোন কাজ হয়নি। এদিকে রাস্তা-ঘাটের কোন উন্নয়ন মূলক কার্যক্রম না হওয়াতে বরিশাল সিটি করপোরেশন এর মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহকেই দুসারূপ করছেন স্থানীয়রা।

কাউন্সিলর না মেয়রকেই দূসছেন এলাকার স্থানীয় এবং রিকসা চালকরা ।

সিটি মেয়র কোন কাজ করেন নাই,২০নং ওয়ার্ড(ভিডিওসহ)

অথচ, নগর আইন অনুযায়ী ভ্যাট ট্রেক্স, বিদ্যুত বিল,পানির বিল সহ সকল প্রকার ফি পরিশোধ করে আসছেন।

বাস্তাবে তার কোন সুবিধা ভোগ করতে পাড়ছেন না নগর বাসী।
কতটুকু উন্নয়নমূলক কাজ হয়েছে, আর কতটুকুই বা বাকী।

প্রশ্ন একটাই নগরবাসী কি আদৌ কি নগর সুবিধা ভোগ করতে পারবেন। নাকি স্বপ্নই রয়ে যাবে নগর সুবিধা।
২০নং ওয়ার্ড ঘুরে এম. লোকমান হোসাঈন,সময়ের বার্তা,সংবাদ, বরিশাল।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

Check Also

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের রক্তচুষে কোটিপতি অধ্যক্ষ হুমায়ুন!

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গৌরনদী টেক্সটাইল‘র অধ্যক্ষ হুমায়ুনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ।। স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার শহীদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *