বরিশালে বিথিকে নিয়ে মিথ্যা তথ্য প্রদানকারী সেই মাস্টারমাইন্ড মুবিনুল জেলে!

বরিশালে বিথিকে নিয়ে মিথ্যা তথ্য প্রদানকারী সেই মাস্টারমাইন্ড মুবিনুল জেলে!

বরিশালে বিথিকে নিয়ে মিথ্যা তথ্য প্রদানকারী সেই মাস্টারমাইন্ড মুবিনুল জেলে! স্টাফ রিপোর্টার॥ নারীদের ব্লাকমেইল করে অর্থ আত্মসাত করে উল্টো সংবাদকর্মীদের মাঝে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে নিজেই বিপাকে বির্তকিত হাফেজ মুবিনুল ইসলাম। মুবিনুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবারট্রাব্যুনাল আদালতে মামলা করেন ভুক্তোভোগী বিথি।

ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়

কিছুদিন পূর্বে বরিশাল থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় বরিশাল কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাটপট্টি রোড, রাজিব ম্যানশন,বরিশাল এর বাসিন্দা বিএনপির নেতা মরহুম মোহাম্মদ হোসেন সিকদারের ছোট মেয়ে বিথি’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে যেসকল অভিযোগ করা হয়েছে তাহার কোন সততা মেলেনি।

সংবাদে দাবী করা হয়, বিথি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যানকে ব্ল্যাকমেইলিং করছেন। প্রকৃতপক্ষে সাংবাদিকদের কাছে মামলার বাদীর দাবী বিথি নামে তিনি কাউকে চেনন না। সুতরাং, ব্ল্যাকমেইলিং করে
টাকা দাবীর প্রশ্নই আসে না।

আরো পড়ুন: ধর্ষণ মামলায় ফের কারাগারে মুবিনুল, ধর্ন্যাঢ্য নারীদের ব্লাকমেইল করে মাদ্রাসা নির্মাণ!

মুবিনুল ইসলামের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতের পাশাপাশি সাইবার আইনে মামলা আছে। এছাড়া চেক-ডিজাইনার, প্রতারণা, জমি দখলসহ একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। এমন হত্যার হুমকি প্রদানের দায়ে থানায় জিডি করা হয়েছে।

এছাড়া সংবাদে মনগড়া নানা মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে, যার সাথে বাস্তবতার কোন মিল নেই। বিথি ও বিথির বড় একমাত্র ভাইয়ের দাবী, সমাজের কিছু কুচক্রী মহল তাদের পরিবারের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

পরিবারের দাবী, ধর্নাঢ্য পরিবাদের ব্ল্যাকমেইলিং করার কোনো প্রয়োজনীয়তা আমাদের নেই। কারণ, তার বাবা ছিলেন কাশিপুর ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান। এছাড়া তাদের প্রায় শত কোটি টাকার সম্পদ আছে, যা পৈত্রিক সূত্রে পাওয়া।

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে

Check Also

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন!

দেশে আমদানি না করেই ২‘শ থ্রি হুইলারের বিআরটিএ‘র রেজিস্ট্রেশন! ।। এম. লোকমান হোসাঈন ॥ জাল-কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *